একদিনের জন্য ছেড়ে দেখেন : সরকারকে মির্জা আলমগীর

একদিনের জন্য ছেড়ে দেখেন : সরকারকে মির্জা আলমগীর

ঢাকা, ১০ জুলাই (জাস্ট নিউজ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, একদিনের জন্য ছেড়ে দেখেন না। একদিনের জন্য ছেড়ে দেখেন, দেশের অবস্থা কী হয়। একটা দিন, আপনি দেখেন কী অবস্থা হয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্রনেতাদের আয়োজনে আলোচনা সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের অপশাসন এমন জায়গায় পৌঁছেছে, যেখান থেকে তারা আর ফিরতে পারবে না। আজকে আপনারা যেই অবস্থায় দেশটাকে নিয়ে গেছেন, এটা কোনোভাবেই একটা আধুনিক রাষ্ট্র নির্মাণের জায়গা নয়। আপনারা একে একে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিনেরও সমালোচনা করেন বিএনপির এই মহাসচিব। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গোটা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। আর নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।

(জাস্ট নিউজ/এমআই/১৫৫৩ঘ.)