বৈঠকে বসেছে ২০ দলীয় জোটের নেতারা

বৈঠকে বসেছে ২০ দলীয় জোটের নেতারা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বিএনপি সুত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য, আন্দোলন ও বিএনপির ডাকা সমাবেশ নিয়ে আলোচনা করতেই এ বৈঠক।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন, জোটের সম্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. মুহাম্মদ ইব্রাহীম, এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের একাংশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী, অপর অংশের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) মহাসচিব মঞ্জুর হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ।

(জাস্ট নিউজ/এমআই/২০৩০ঘ.)