সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটন থেকে মুশফিকুল ফজল আনসারী

যুক্তরাষ্ট্রের সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ২ টার কিছু সময় আগে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে হাজির হয়ে এক সংক্ষিপ্ত ঘোষণায় এ নির্দেশ দেন তিনি।

ধর্মীয় উপাসনালয় বন্ধ থাকায় গভর্নর রদের প্রতি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট। চার্চ, সিনাগগ এবং মসজিদগুলো উন্মুক্ত করার তাগাদা দিয়ে তিনি বলেন, "গভর্নরদের সঠিক কাজে ভূমিকা রাখতে হবে। সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে হবে। ঠিক এ মুহূর্তে খুলে দিতে হবে। এটা করতে হবে সপ্তাহান্তের মধ্যেই।"

ট্রাম্প বলেন, "যদি গভর্নররা এ বিষয়টি না শুনেন, তাহলে তাদের সিদ্ধান্ত অগ্রাহ্য করবো।"

এ ঘোষণার পূর্বে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেছিলেন, "চার্চগুলো উন্মুক্ত করে দেবার খুব দ্রুতই শক্ত পদক্ষেপ নেয়া হবে।"

তিনি বলেন, "চার্চগুলো খোলা থাকবে আমরা এটাই চাই, আমরা চাই প্রার্থনার জায়গাগুলো উন্মুক্ত হোক, উন্মুক্ত হোক সিনাগগের দরজাগুলো।"

"অপেক্ষা করুন, এমনটাই করতে যাচ্ছি। এটা করা জরুরি, আর এ নিয়েই কাজ শুরু করছি।"

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "মসজিদের ইমামরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের উপাসনা কার্যক্রম পরিচালনার জন্য।"

তিনি বলেন, "এখন আমাদের বেশী প্রার্থনার প্রয়োজন, কম নয়।"

করোনাভাইরাসের হটস্পট নিউইয়র্কসহ অনেক অঙ্গরাজ্যেই ধর্মীয় সমাবেশে সামাজিক দূরত্বের বিষয়টি শিথিল করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই ব্রিফিংরুম ত্যাগ করেন।

জিএস/