যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের প্রতিক্রিয়া

অভিযোগ তদন্ত করতে হবে, শান্তিরক্ষিবাহিনীর মানদন্ড অক্ষুন্ন রাখবে জাতিসংঘ

অভিযোগ তদন্ত করতে হবে, শান্তিরক্ষিবাহিনীর মানদন্ড অক্ষুন্ন রাখবে জাতিসংঘ

মুশফিকুল ফজল আনসারী, জাতিসংঘ সংবাদদাতা

ভয়াবহ মানবাধিকার লংঘনের অভিয়োগে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে জাতিসংঘ অবগত রয়েছে উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে মানবাধিকার লংঘনের সমস্ত অভিযোগ যথাযথ জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত নিশ্চিত করতে হবে।

বুধবার এক লিখিত প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, "বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের রিপোর্ট সম্পর্কে আমরা অবগত আছি। মানবাধিকার লঙ্ঘনের সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের দ্বারা তদন্ত করতে হবে।"

তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োগের শর্ত স্মরণ করিয়ে দিয়ে বলেন, "মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি সহ দক্ষতা এবং সততার সর্বোচ্চ মান পূরণ করে এমন কর্মীদের মোতায়েন করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ সচিবালয় । জাতিসংঘের কর্মীদের মানবাধিকার স্ক্রীনিং এর নীতির অধীনে প্রাসঙ্গিক পদ্ধতি ও প্রক্রিয়া স্থাপন করেছে।"

জাতিসংঘের কর্মীদের বাছাইয়ে মানবাধিকার সংক্রান্তে রেকর্ড স্ক্রীনিং বা পর্যালোচনার দায়িত্ব সদস্য রাষ্ট্রগুলোর অপর্ন করা হয় উল্লেখ করে ফারহান হক বলেন, "যাতে তারা নিয়োগের জন্য মনোনীত কর্মীদের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের অতীত লঙ্ঘনের সাথে জড়িত না থাকে।"

জাতিসংঘের ওই মুখপাত্র বলেন, "বিশেষ করে, উর্ধতন নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত প্রার্থীদের একটি উপযুক্ততা পর্যালোচনা করা হয়, যার মধ্যে জাতিসংঘের নীতি অনুসারে মানবাধিকার এবং আচরণ এবং শৃঙ্খলার জন্য একটি খুঁটিনাটি পর্যালোচনা অন্তর্ভুক্ত রয়েছে।"