ঢাকা-ওয়াশিংটন বৈঠকে সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারে গুরুত্বারোপ

বাংলাদেশে গণমাধ্যম এবং সুশীল সমাজের ওপর সহিংসতা এবং ভীতিপ্রদর্শনের ঘটনায় ব্লিংকেনের উদ্বেগ

বাংলাদেশে গণমাধ্যম এবং সুশীল সমাজের ওপর সহিংসতা এবং ভীতিপ্রদর্শনের ঘটনায় ব্লিংকেনের উদ্বেগ

মুশফিকুল ফজল আনসারী, স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা

ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন পন্থায় বাংলাদেশে গণমাধ্যম এবং সুশীল সমাজের ওপর সহিংসতা এবং ভীতিপ্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

সোমবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এই উদ্বেগের কথা তুলে ধরেন বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টর প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল।

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের তরফে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

এতে ভেদান্ত প্যাটেল বলেন, বৈঠকে ব্লিংকেন বাংলাদেশে অংশগ্রহণমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন।

ব্লিংকেন তার বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার ক্ষেত্রে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবার বিষয়গুলো খুবি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ২০১৭ সালে থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২ দশমিক ১বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

এমএন/