সেই আরিফুলই হাঁকালেন ডাবল সেঞ্চুরি

সেই আরিফুলই হাঁকালেন ডাবল সেঞ্চুরি

ঢাকা, ২ অক্টোবর (জাস্ট নিউজ) : এশিয়া কাপ শেষে আরিফুল হক দেশে ফিরেছেন গত রবিবার। পরদিন সোমবার জাতীয় ক্রিকেট লিগে খেলতে নেমেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। সোমবার বরিশালের বিপক্ষে ১১৭ রান করে দিন শেষে অপরাজিত ছিলেন রংপুরের এই ব্যাটসম্যান। মঙ্গলবার সেই সেঞ্চুরিটাকে রূপ দিয়েছেন ডাবলে। অথচ এশিয়া কাপের দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ না পাননি তিনি।

এই প্রতিবেদন লেখার সময় আরিফুল ২৩১ রানে অপরাজিত ছিলেন। রংপুরের স্কোর ৮ উইকেটে ৫০০। আরিফুল তার ডাবল সেঞ্চুরির ইনিংসটির পথে এখন পর্যন্ত ২১ চার ও ৪ টি ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইকরেট ৭০। আগের দিন ৫ উইকেটে ৩০০ রান তুলেছিল রংপুর।

এর আগে ৭৪টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলার আরিফুলের নামের পাশে ৭ সেঞ্চুরির সঙ্গে ১৬টি ফিফটি ছিল। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল না তার কোনো ডাবল সেঞ্চুরি। এবার সেই কোটাটাও পূর্ণ করলেন জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার।

(জাস্ট নিউজ/একে/২১২৭ঘ.)