লিটনের পর মুমিনুলের বিদায়

লিটনের পর মুমিনুলের বিদায়


সিলেট, ৬ নভেম্বর (জাস্ট নিউজ) : চতুর্থ দিনের শুরুতে বিনা উইকেটে দলীয় পঞ্চাশ পেরিয়েছে টাইগাররা। তবে সিকান্দার রাজার বলে শট খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন ওপেনার লিটন দাশ (২৩)। এরপর লিটনের চেনা পথেই হাটলেন মুমিনুল হকও। ব্যক্তিগত ১৩ বলে ৯ রান করে ফিরে যান।

৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৭। মাঠে আছে টাইগার অধিনায়ক মাহমুদুর রহমান রিয়াদ(৪) ও ইমরুল কায়েস(৪১)।

সিলেট টেস্ট জিততে হলে বাংলাদেশকে রেকর্ডই গড়তে হবে। তৃতীয় দিনে টাইগারদের ৩২১ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে। তবে দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করায় কিছুটা স্বস্তি পায় স্বাগতিক শিবির।

জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৮২ করার পর বাংলাদেশের প্রথম ইনিংসে ধস নামে। ১৪৩ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ’র নেতৃত্বে দলটি। পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অলআউট হয়।

(জাস্ট নিউজ/একে/১১১১ঘ.)