কটরেলের ‘স্যালুট’ উদযাপন কেন?

কটরেলের ‘স্যালুট’ উদযাপন কেন?

ঢাকা, ১৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিধ্বস্ত হয়েছে টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশ ১২৯ রানে অলআউট। তারপর মাত্র ১০ ওভারেই খেলা শেষ করে দেয় ক্যারিবীয়রা। ৮ উইকেটের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ক্যারিবীয়দের এমন জয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেল্ডন কটরেল। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তিনি নিয়েছেন চার-চারটি উইকেট। এক একটি উইকেট নিয়েছেন আর দাঁড়িয়ে বুক টান টান করে স্যালুট দিয়েছেন। কিন্তু কেন তার এমন উদযাপন?

এ ব্যাপারে ম্যাচ শেষে কটরেল জানিয়েছেন, ‘জ্যামাইকার ডিফেন্স ফোর্সে আমি একজন সৈনিক। আর উইকেট শিকারের পর স্যালুট জানানোর মাধ্যমে আমি আমার সহ-সৈনিকদের প্রতি সমাদর জানাই। আমি জানি যে আমি আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি। আর আমি মনে করি এটা (স্যালুট) তাদের প্রতি আমার একাত্বতা প্রকাশের একটি মাধ্যম।’

(জাস্ট নিউজ/এমজে/১১৫৫ঘ.)