ওয়ার্নারের উপর দোষ চাপানোতে চটলেন সাবেক অজি তারকা

ওয়ার্নারের উপর দোষ চাপানোতে চটলেন সাবেক অজি তারকা

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : কেপটাউন বল টেম্পারিং কেলেঙ্কারির এতদিন পর আবারও আলোচনায় স্টিভেন স্মিথ, ক্যামেরন বেনক্রাফট ও ডেভিড ওয়ার্নার। সাংবাদিকদের সামনে নতুন কিছু তথ্য দিয়েছেন স্মিথ ও বেনক্রাফট। দুজনই ইনিয়েবিনিয়ে দোষটা চাপাতে চাইছেন ওয়ার্নারের ঘাড়ে। আর এতেই ক্ষেপে গেলেন সাবেক অজি তারকা ক্রিকেটার মাইকেল স্লাটার।

গত সপ্তাহে সাংবাদিকদের সামনে স্মিথ বলেন, ‘আমি ব্যাপারটা দেখেছি এবং বুঝেছিলামও যে কি হতে যাচ্ছে। আমার ভুল ছিলো যে আমি তা দেখেও তাদের থামাইনি। চাইলেই আমি টেম্পারিং পরিকল্পনা থামাতে পারতাম, করিনি। এটাই আমার ব্যর্থতা ছিলো।’ আরেক অপরাধী বেনক্রাফট নিজেকে বাঁচিয়ে সরাসরি ওয়ার্নারের দিকে আঙুল তুলে বলেন, ‘ডেভ (ওয়ার্নার) আমাকে বল টেম্পারিং করতে পরামর্শ দিয়েছিল। আমি তখন এ নিয়ে বেশি কিছু জানতাম না। অতোটা ভাবিওনি।’

এ ব্যাপারে স্লাটার বলেন, ‘আমার মনে হয় না এই সাক্ষাৎকারের পর ওদের (ওয়ার্নার আর ব্যানক্রফট) মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটবে। তারা এত দিন চাচ্ছিল নিজেদের পরিস্থিতির শিকার হিসেবে মানুষের কাছে প্রমাণ করতে, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে, কিন্তু এখন ভাবমূর্তি উজ্জ্বল করার এই দৌড়ে এখন তারা একে অপরকে দোষারোপ করা শুরু করেছে।’

স্লাটার আরও বলেন, ‘এখন নতুন করে অন্য কথা বলে তো লাভ নেই কোনো। যখন তদন্ত হলো তারা বলল তারা সবাই এই ঘটনার সঙ্গে জড়িত, আর এত দিন পর এখন এসে তারা দোষারোপ করছে অন্যদের (ওয়ার্নার)। তোমার যদি এটাই বলার থাকত তাহলে তখনই বলতে, এখন বলতে এসেছ কেন? এখন এসব বলে তো কোনো লাভ নেই!’

(জাস্ট নিউজ/এমজে/১৫২০ঘ.)