মিরাজের মাঝে নিজের ছায়া দেখছেন মাশরাফি

মিরাজের মাঝে নিজের ছায়া দেখছেন মাশরাফি

‘আমাদের বড় ভাইকে হারানোর পর ভালো লাগছে।' ম্যাচশেষে এভাবেই অভিব্যক্তি জানালেন মিরাজ।

গতকাল বিপিএলে রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৯ রান।

বোলার মোস্তাফিজুর রহমান মাত্র তিন রান দেন। তার এমন দুর্দান্ত বোলিংয়ে ১৩৫ রানের পুঁজি নিয়েও ৫ রানে জয় পায় রাজশাহী।

কনিষ্ঠ মিরাজের কাছে হেরে গেলেন মাশরাফি।

হেরে গেলেও জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি বিন মুর্তজা।

এত কম পুঁজি নিয়েও রাজশাহী কিংসের জয়ের কারণ হিসেবে মিরাজের এমন অধিনায়কত্বকে উল্লেখ করছেন তিনি।

শুধু তাই নয়, জাতীয় দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবেও মিরাজকে ভাবছেন মাশরাফি।

বিপিএলে মিরাজ খুব ভালো ক্যাপ্টেন্সি করছে জানিয়ে মাশরাফি বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অবশ্যই খুবই ইতিবাচক দিক যে ও এসব ম্যাচে ক্যাপ্টেন্সি করছে।'

অগ্রজ ও বাংলাদেশ ক্রিকেটের একজন সফল অধিনায়কের মুখে এমন প্রশংসাসূচক মন্তব্যে মিরাজ বলেন, ‘দিন দিন উন্নতি হচ্ছে আমার। প্রায় তিন বছর পর অধিনায়কত্ব করছি। তিন বছর গ্যাপের কারণে শুরুতে একটু সমস্যা হয়েছে। আস্তে আস্তে আমার মাথা খুলছে। সিদ্ধান্ত আরও ভালো হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করছি। যত খেলব মাথা খুলতে থাকবে।’

মাঠে লড়াইয়ের সময় মাশরাফিকে কী ভয় লাগছিল? মিরাজ বলেন, ‘কখনও ভয় লাগেনি। দিনশেষে এটি একটি খেলা। যারা ভালো খেলবে তারা জিতবে। রংপুর ভালো দল। মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ। অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল ও অন্যান্য টুর্নামেন্টে। আমরা যারা জুনিয়র, বিশ্বাস করি যে, তিনি কামব্যাক করতে পারবেন।’

এদিকে রাজশাহীর বিপক্ষে এমন লো-স্কোরিং ম্যাচে হারে কোনো কারণ দেখাতে চান না রংপুর রাইডার্স অধিনায়ক।

বরং এই হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন।

তিনি বলেন, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে সিলেটে আরও কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। বোলাররা সবাই ভালো করছে। অতএব এ ক্ষেত্রে ব্যাটসম্যানদের স্টেপআপ করতে হবে।

এমজে/