এক নম্বর দল হওয়াই আমাদের টার্গেট: হোল্ডার

এক নম্বর দল হওয়াই আমাদের টার্গেট: হোল্ডার

 

টেস্ট র‌্যাংকিংয়ে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে নাম্বার ওয়ানে দেখতে চান জেসন হোল্ডার। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে পরাজিত করে উইন্ডিজ অধিনায়ক হোল্ডার বলেন, ইংলিশদের বিপক্ষে আমাদের বোলাররা দুর্দান্ত বল করেছে। এখন ব্যাটসম্যানদের কাজ হবে আরও বেশি দলের সাফল্যে অবদান রাখা। আমরা চাই উইন্ডিজকে নাম্বার ওয়ানে নিয়ে যেতে।

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েও তা হাতছাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পাওয়া উইন্ডিজ সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি শেষ টেস্টে। শেষ টেস্টে ২৩২ রানে জিতে ধবলধোলাই এড়াল ইংল্যান্ড।

মঙ্গলবার সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৩২ রানে পরাজিত করে ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও সান্ত্বনার জয়ে অন্তত মান রক্ষা হল জো রুটদের।

টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে উইজডেন ট্রফি জেতার মঙ্গলবার রাতে ট্রফি নেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, আমাদের বোলাররা দুর্দান্ত বল করেছে এই সিরিজে। এখন ব্যাটসম্যানদের কাজটা হবে আরও বেশি করে দলের সাফল্যে অবদান রাখা।

সিরিজ জয়ের টেস্টে দুঃসংবাদ ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। উইন্ডিজ পেস বোলার গ্যাব্রিয়েল জেসুসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে নাকি সমকামী বলে স্লেজ করেছিলেন।

আচরণবিধি ভঙ্গের অভিযোগ তাকে চার ম্যাচ নির্বাসিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। এই ঘটনায় তিন ডিমেরিটস পয়েন্টও পেয়েছেন। ২৪ মাসের মধ্যে তার মোট ডিমেরিটস পয়েন্ট দাঁড়ায় আট। নিয়ম অনুযায়ী তাই গ্যাব্রিয়েলকে চার ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়।

এমজে/