ফাইনালে অনিশ্চিত সাকিব

ফাইনালে অনিশ্চিত সাকিব

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ৪২ বল আর ৬ উইকেট হাতে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা। কিন্তু তার আগে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের পাওয়া চোট ভাবিয়ে তুলেছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় পিঠের সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন এই টাইগার অলরাউন্ডার।

দলীয় সূত্রে জানা যায়, সাকিবের ইনজুরি গুরুতর নয়। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে সাকিব পুরোপুরি ফিট হবেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এ ব্যাপারে দলের ম্যানেজার মিনজাজুল আবেদীন নান্নু ও ফিজিও জানান, সাকিব পুরোপুরি ফিট আছেন। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কাল সকালে জানা যাবে সাকিবের ইনজুরির সর্বশেষ আপডেট। ম্যাচের আগের দিন অনুশীলন করেননি সাকিব। টিম হোটেলে বিশ্রাম নিয়েছেন তিনি।

এমআই