কোচ রোডসের চাওয়া বাংলাদেশের জয়

কোচ রোডসের চাওয়া বাংলাদেশের জয়

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। আজ (বুধবার) নিউজিল্যান্ডের পক্ষেও এই সাফল্য চান কোচ স্টিভ রোডস। টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি।

ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং- তিন বিভাগেই প্রোটিয়াদের বিপক্ষে সেরাটা দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ছন্দপতন হোক চান না কোচ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসব জানালেন রোডস, ‘বিশ্বকাপে প্রত্যেক দল শক্তিশালী। বড় দলগুলোর বিপক্ষে জিততে হলে কোনও ভুল করা যাবে না। আমরা সত্যিকার অর্থেই মনোযোগ ধরে রেখে ক্রিকেট খেলতে চাই। এই ধরনের টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আশা করি ছেলেরা এই কাজটা করতে পারবে।’

নিউজিল্যান্ডের সঙ্গে সবশেষ দেখায় ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কিন্তু দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে এই ইংল্যান্ডেই তাদের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন মাশরাফি মুর্তজারা। কিন্তু ওসব অতীতের হিসেব ভুলে যেতে চান রোডস, ‘অতীত পরিসংখ্যান ম্যাচ জিততে ভূমিকা রাখে না। তবুও পুরোনো ওই জয়ের আত্মবিশ্বাস হয়তো ক্রিকেটারদের উজ্জীবিত করবে। আশা করি আমরা সেরা ক্রিকেট খেলতে পারবো।’

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের পেস আক্রমণ। গতির পাশাপাশি বৈচিত্র্যময় বোলিংয়ে পারদর্শী কিউই পেসাররা। ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও ম্যাট হেনরির সামনে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। কিন্তু নিজ দলের ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী কোচ, ‘কঠিন তো বটেই (নিউজিল্যান্ডের পেসারদের খেলা)। তাদের দলে বিশ্বমানের বোলার আছে। আশা করি ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবে।’