বাংলাদেশ নিয়ে যা বললেন ইংলিশ বোলার

বাংলাদেশ নিয়ে যা বললেন ইংলিশ বোলার

ইংল্যান্ডকে তাদের মাটিতে বাংলাদেশ হারিয়েছে একবারই- ২০১০ সালের ন্যাটওয়েস্ট সিরিজে। এরপরও কার্ডিফে শনিবার মাশরাফিদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে থাকার কোনও কারণ দেখছেন না স্বাগতিক পেসার লিয়াম প্লাঙ্কেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারের মতে, বাংলাদেশ আর ছোট দল নয় এবং তাদের কাছে হারকে এখন ‘অঘটন’ বলা যাবে না। পাকিস্তানের কাছে দ্বিতীয় ম্যাচ হারের পর বাংলাদেশকে নিয়ে দলকে সতর্ক থাকতে বললেন প্লাঙ্কেট।

বিশ্বকাপে গত দুই আসরে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। ২০১১ সালে চট্টগ্রামে ২ উইকেটে ইংলিশদের হারায় তারা। আর গত বিশ্বকাপে তো তাদের বিদায় করে প্রথমবার নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল।

এই বাংলাদেশকে নিয়ে প্লাঙ্কেটের মূল্যায়ন, ‘আমরা এই বিশ্বকাপে দেখেছি বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকা হেরেছে, এটা কিন্তু অঘটন না। আমার মনে আছে যখন ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল তখন আমরা সেটাকে অঘটন বলেছিলাম। কিন্তু এই বিশ্বকাপে তাদের কাছে হারলে আর অঘটন বলা যাবে না, তারা শক্তিশালী একটা দল।’