১১০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১১০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ঢাকা, ৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : চ্যালেঞ্জ নিয়ে নামলেও মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরুটাই ভালো করতে পারেনি বাংলাদেশ।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১১০ রানে গুটিয়ে যেতে হলো তাদের। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।

শুক্রবার সকালের সেশনে ব্যাটিংয়ে নেমে ২৪ রান নিয়ে খেলতে শুরু করা লিটন ৫৪ বলে ২৫ রান করে ফিরে যান।

এরপর একে একে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৭) ও সাব্বির রহমানকে (০) আব্দুর রাজ্জাক (১), তাইজুল ইসলাম (১) এবং মুস্তাফিজুর রাহমান (০)।

৪৫ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১০ রানে। ২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম দিনের স্কোর- তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১।

(জাস্ট নিউজ/ওটি/১১৩৫ঘ.)