খেলার মাঠেই ক্রীড়া সাংবাদিক মোস্তাকের ইন্তিকাল

খেলার মাঠেই ক্রীড়া সাংবাদিক মোস্তাকের ইন্তিকাল

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে একাধিক গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে আসা মোস্তাক আহমেদ সবশেষ বিডি স্পোর্টস ডটকমে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাডমিন্টনের উডেন ফ্লোরে খেলায় নামেন তিনি। সেখানে ব্যাটমিন্টন খেলার সময় হঠাৎ করেই বুকে ব্যাথা অনুভব করেন। এক পর্যায়ে খেলার মাঝেই তিনি মাটিতে পড়ে যান। পরে সতীর্থরা তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৫৫ বছর বয়সী সদালাপী এই ক্রীড়া সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য ছিলেন।

জানা গেছে, ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনের বার্ষিক ক্রীড়া আসর স্পোর্টস কার্নিভালে অংশ নিতে আসেন মোস্তাক। স্টেডিয়ামের প্রিয়মুখ মোস্তাক আহমেদের আকস্মিক মৃত্যুতে সতীর্থ সাংবাদিকরা কান্নায় ভেঙে পড়েন। উৎসবের মেজাজ নিয়ে শুরু হওয়া স্পোর্টস কার্নিভালে মুহূর্তেই শোকের মাতম। সঙ্গে সঙ্গে পুরো স্পোর্টস কার্নিভাল স্থগিত করা হয়।

মোস্তাক আহমেদ ডায়াবেটিস এবং লো প্রেসারে ভুগছিলেন বলে জানা গেছে।