কাদিজের রেকর্ড, ৩২ বছরেও এমন লজ্জা পায়নি বার্সা

কাদিজের রেকর্ড, ৩২ বছরেও এমন লজ্জা পায়নি বার্সা

১৫ বছর পর লা লিগায় ফিরে একের পর এক চমক দেখিয়ে চলেছে কাদিজ। লীগে প্রত্যাবর্তনের পর প্রথমবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী দলের নাম কাদিজ! অবিশ্বাস্য এমন ঘটনাই ঘটিয়েছে ক্লাবটি। ১৯৯৭ সালের পর লা লিগায় কোন নবাগত ক্লাব মুখোমুখি প্রথম লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে হারানোর এটাই প্রথম রেকর্ড। বার্সেলোনার বিপক্ষে ১৯৯১ সালের পর প্রথম জয় পেল কাদিজ।

শনিবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে ৩২ বছর আগের লজ্জার রেকর্ড ফিরিয়ে এনেছে বার্সেলোনা। তালিকার সাতে থাকা বার্সেলোনার সংগ্রহ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। লা লিগায় বার্সেলোনা এত বাজে শুরু শেষবার করেছিল ১৯৮৭-৮৮ মৌসুমে। সেবার প্রথম দশ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছিল বার্সা।

গত ২১শে নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লীগ ম্যাচে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জেতে বার্সেলোনা। প্রতিপক্ষের জালে ১১ গোল দিয়ে হজম করেনি কোন গোল।

তবে লীগে প্রতিপক্ষের মাঠে বার্সার ছন্নছাড়া পারফরমেন্স ফিরে এলো আবারো। চলমান আসরে ১০ ম্যাচে চার হার কাতালানদের। এর তিনটিই প্রতিপক্ষের মাঠে। অষ্টম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বার্সা। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে হেড করে বসেন তরুণ ডিফেন্ডার অস্কার মিনগেসা। গোলরক্ষক টের স্টেগেন বল হাতে লাগিয়েছিলেন। কিন্তু কাছেই থাকা আলভারো হিমিনেস আলতো টোকায় বল জালে জড়ান। প্রথমার্ধে মার্টিন ব্রাথওয়েট ও লিওনেল মেসিকে দু’বার গোলবঞ্চিত করেন কাদিজের আর্জেন্টাইন গোলরক্ষক লোদেসমা।

বলের দখলে অনেক এগিয়ে থাকা বার্সেলোনা সমতায় ফেরে ৫৭ মিনিটে। জর্ডি আলবার শট প্রতিপক্ষ ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। ৬৩তম মিনিটে আরো একবার ভুল করে বসে বার্সা। নিজেদের ডিবক্সে ক্লেমোঁ লংলের উদ্দেশ্যে থ্রোয়িং করেন আলবা। বলে পা লাগাতে পারেননি ফরাসি ডিফেন্ডার। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন টের স্টেগেন। তবে দলকে বিপদ মুক্ত করতে ব্যর্থ জার্মান গোলরক্ষক। দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন আলভারো নেগ্রেদো। নির্ধারিত সময়ের শেষ দিকে আঁতোয়ান গ্রিজম্যানের দারুণ একটি প্রচেষ্টা দুর্দান্ত ক্ষিপ্রতায় পা দিয়ে ঠেকান কাদিজ গোলরক্ষক লোদেসমা। ২৯ বছর পর বার্সেলোনার বিপক্ষে জয়ের আনন্দে মাতে কাদিজ।

এমজে/