লক্ষ্য ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকা: আফিফ

লক্ষ্য ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকা: আফিফ

সাকিব ও মাহমুদউল্লাহর বিদায়ের পর চাপে পড়েছিল বাংলাদেশ। তখন ভরসা ছিল আফিফ ও সোহান জুটির উপর। শেষ পর্যন্ত এই জুটিতে ভর করে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে বাংলাদেশ। অপরাজিত ৩৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান আফিফ হোসেন।

ম্যাচ শেষে আফিফ জানান, তার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকা। আর সেটা করতে পারলে দল সফল হবে বলে তার বিশ্বাস ছিল। অথচ ক্রিজে নামার কিছুক্ষণ পরই তাকে আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে গিয়ে দলকে জেতান দাপটের সঙ্গে। ম্যাচ শেষে তাই আফিফের মুখে তৃপ্তির হাসি।

আফিফ বলেন, ‘যখন আমি ক্রিজে আসি, তখন মাথায় চিন্তা ছিল শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে হবে। রান রেট যেমনই থাকুক না কেন, আমি ম্যানেজ করতে পারব। শান্ত থেকে এগিয়েছি, উইকেট হারাইনি। সোহান ভাই দারুণ খেলেছেন, ফলে আমাকে খুব বেশি চাপে পড়তে হয়নি।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। দ্বিতীয় ম্যাচে জয় এলো ৫ উইকেটে। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে সাত উইকেটে ১২১ রান। জবাবে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

আগামী শুক্রবার তৃতীয় ম্যাচ। পর দিন চতুর্থ ম্যাচ। পঞ্চম ও শেষ টি টোয়েন্টি আগামী সোমবার।