মুশফিক-লিটন জুটিতেই শেষ ভরসা

মুশফিক-লিটন জুটিতেই শেষ ভরসা

চট্টগ্রাম টেস্টে মুশফিক-লিটন জুটিতেই লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সবাই ব্যর্থ হওয়ার কারণে হারতে হয়েছিল ৮ উইকেটে। মিরপুর টেস্টেও বাজে অবস্থায় রয়েছে বাংলাদেশ। ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এই ম্যাচে জয়ের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের। তবে ড্র করার সুযোগ আছে বাংলাদেশের। সে ক্ষেত্রে বড় জুটির বিকল্প নাই। এখন লিটন-মুশফিকেই সেই ভরসা দিচ্ছে কিছুটা।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিটন-মুশফিক ২০৬ রানের দারুণ পার্টনারশিপ করেছিল। মিরপুরে প্রথম ইনিংসে তা হয়নি। মাত্র ৮৭ রানে অল আউট হয়েছে মুমিনুলরা।

ফলো অনে পড়ে আবার ব্যাট করতে নেমে ২৫ রানে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখন ব্যাট করছে লিটন-মুশফিক। রান ২১ ওভারে ৫৭।

দ্বিতীয় ইনিংসে প্রথম বিদায় নেন আগের ইনিংসে শূন্য মারা মাহমুদুল হাসান জয়। ৬ বলে ৬ রান করা জয় বোল্ড হন হাসান আলীর বলে। দলীয় ১২ রানেই দ্বিতীয় উইকেটের পতন। ১৫ বলে মাত্র দুই রান করে সাদমান এলবির শিকার শাহিন শাহর।

টিকতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। ৮ বলে সাত রান করে তিনি হাসান বলে এলবিডব্লিউ। আগের ইনিংসের সর্বোচ্চ রান করা শান্তও এবার হাটলেন দ্রুত। ১১ বলে ৬ রান করে শাহিনের বলে ক্যাচ দেন ফুয়াদ আলমের হাতে।

২৫ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছেন লিটন ও মুশফিক। লিটন ২৫ ও মুশফিক ১৫ রানে রয়েছেন অপরাজিত।

প্রথম ইনিংসে পাকিস্তান ডিক্লিয়ার করেন ৪ উইকেটে ৩০০ রানে। জবাবে ৮৭ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ।

এমজে/