‘হোয়াইটওয়াশ’ মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

‘হোয়াইটওয়াশ’ মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানকে সিরিজ হারিয়ে ইতোমধ্যেই ওয়ানডে সুপার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ঘরের মাঠে আফগানদের হোয়াইটওয়াশ করার পালা। ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বেলা ১১টায় আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। এরইমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। আফগানিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। একাদশে ফিরেছেন গুলবাদিন নায়েব। বাদ পড়েছেন ফরিদ আহমেদ মালিক।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান এবং ফজল হক ফারুকি।

এমজে/