ব্যাটে-বলে ব্যর্থ টাইগাররা, হারল ১০৪ রানে

ব্যাটে-বলে ব্যর্থ টাইগাররা, হারল ১০৪ রানে

খর্ব শক্তির নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পেল বড় হারের তিক্ত স্বাদ। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সুপার টুয়েলভের ম্যাচে প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হেরেছে সাকিব আল হাসানের দল।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১০১ রান করতে সক্ষম হয়েছে।

 

রান তাড়া করতে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ২৭ রান উঠতেই হারায় দুই ওপেনারকে। ৬ বলে ২ ছক্কায় ১৫ রান করে তৃতীয় ওভারে আউট হন সৌম্য সরকার। অ্যানরিখ নরজের বলে তিনি ক্যাচ দেন কুইন্টন ডি কককে। নরজের ওই ওভারেই বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন অধিনায়ক সাকিব আল হাসান (১) ও আফিফ হোসেনও (১)। ৪৭ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

পাওয়ার প্লেতে খাওয়া এই ধাক্কা আর সামলাতে পারেনি টাইগাররা। লিটন দাসের ৩১ বলে ৩৪, মেহেদী হাসান মিরাজের ১৩ বলে ১১, তাসকিন আহমেদের ১৭ বলে ১০ ও মুস্তাফিজের ৩ বলে ৯ রানের কল্যাণে কোনোমতে এক শ রান পূরণ করে বাংলাদেশ। অ্যানরিখ নরজে ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। তাবরাইজ শামসির শিকার তিন উইকেট।

এর আগে, রাইলে রুশোর ৫৬ বলে ১০৯ ও কুইন্টন ডি ককের ৩৮ বলে ৬৩ রানে ভর করে ২০৫ রানের বড় স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হয়েছেন রুশো।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েইন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া, তাবরেইজ শামসি।