ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

আফগানিস্তান ক্রিকেট দল দুই ভাগে বাংলাদেশে পা রাখবে, জানা গিয়েছিল আগেই। প্রথম বহর এরইমধ্যে পা রেখেছে ঢাকায়। প্রথম বহরের পৌঁছানোর ২ ঘণ্টার পর দ্বিতীয় বহরও ঢাকায় পা রাখল। বাংলাদেশের সঙ্গে এক টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা।

আজ শনিবার (১০ জুন) বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জানিয়েছেন, আফগানিস্তান দলের সদস্যরা সকাল ৯টায় ও সাড়ে ১১টায় এমিরাটসের ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

আগামীকাল রোববার (১১ জুন) থেকে মাঠের প্রস্তুতি শুরু করবে আফগানরা। আর ১৪ জুন থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। আফগান তারকা ক্রিকেটার রশিদ খানের অনুপস্থিতি টেস্ট সিরিজে আফগানদের জন্য বড় ধাক্কা।

টেস্ট খেলেই ভারতে সিরিজ খেলতে যাবে আফগানরা। সেখানে সিরিজ খেলে আবার বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা।

আফগানিস্তান টেস্ট স্কোয়াড
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, আফসার জাজাই, জাহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আবদুলরহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।