তামিমের অবসরে বাংলাদেশের অধিনায়ক লিটন

তামিমের অবসরে বাংলাদেশের অধিনায়ক লিটন

অবসর ভেঙে ফিরবেন কি তামিম ইকবাল? হয়তো বা না। তামিম ফিরুক বা না ফিরুক- আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের অধিনায়ক লিটন কুমার দাস।

তামিমের অবসর ঘোষণার পর গতকাল রাতেই জরুরী সভা ডাকে বিসিবি। সেখানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম অবসর নেয়ায় আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। আজ অফিসিয়াল ঘোষণা এসেছে। বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাকি ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন লিটন দাস।’ বিসিবির বিবৃতিতে লেখা হয়, আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডিএল মেথডে ১৭ রানে হারে বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন ওয়ানডে অধিনায়কত্ব পেলেন লিটন। গত বছরের ডিসেম্বরে কুঁচকির চোটে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তামিম। ওই সিরিজে প্রথমবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন লিটন।

আফগাানিস্তান সিরিজের জন্য অধিনায়ক নির্বাচন করলেও সামনে থাকা এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য দীর্ঘ মেয়াদে কে দলকে নেতৃত্ব দেবেন, তা এখনো ঠিক করেনি বিসিবি।

তামিম অবসর ভেঙে ফিরলে হয়তো পুনরায় সেই হবেন ওয়ানডে অধিনায়ক।