সাকিবকেই অধিনায়ক করলো বিসিবি

সাকিবকেই অধিনায়ক করলো বিসিবি

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা কাটিয়ে সাকিব আল হাসানকেই আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবকে অধিনায়ক করার বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ নিয়ে দ্বিতীয় বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন সাকিব। এর আগে ঘরের মাঠে ২০১১ সালে অধিনায়কত্ব করেছিললেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার অধীনে ওই আসরে গ্রুপপর্বে ৬ ম্যাচে ৩ জয় পায় টাইগাররা।

গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবে কে? অবশেষে ৮ দিন পর উত্তর মিললো।

এর মধ্যে একই প্রশ্নে কখনও সাকিব, কখনও লিটন কুমার দাস বা কখনও মেহেদী হাসান মিরাজের নামও কিঞ্চিৎ শোনা গেছে। যদিও অভিজ্ঞতা, পারফর্মেন্স, গ্রহনযোগ্যতা সবমিলিয়ে বাকিদের তুলনায় সাকিবই এগিয়েই ছিলেন। শেষ পর্যন্ত এই বিশ্বসেরা অলরাউন্ডারের হাতেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব দিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।