শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হাথুরুসিংহে

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হাথুরুসিংহে

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। সিলেটে প্রথম টেস্টে নাজমুলের অধিনায়কত্ব ও নেতৃত্ব বেশ প্রশংসা কুড়িয়েছে। ইতোমধ্যে হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে পূর্ণ নম্বর পেয়ে পাস করে গেছেন শান্ত। তার মাঠের অধিনায়কত্ব ও দল পরিচালনা দেখে মুগ্ধ টাইগারদের এই শ্রীলঙ্কান কোচ। কিউইদের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সস্মেলনে শান্তর ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন তিনি।

দ্বিতীয় টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ হাতুরুসিংহে বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা জিনিস। অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগত নিজের সেরা অবস্থানে ছিল। তার ফিল্ডিং সাজানো ছিল দারুণ। কখনো ভিন্ন কিছু চেষ্টা করেছে, যা ভীষণ কার্যকর হয়েছে।’

মাঠের বাইরের নেতৃত্বের জায়গায় শান্ত পুরো মার্কস পাচ্ছেন। সতীর্থদের কাছ থেকে সম্মান আদায় করে নিয়েছেন। আগামীতে স্থায়ী নেতৃত্ব পাওয়ার দৌড়ে শান্ত শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন হাথুরুসিংহে, ‘নেতৃত্বও দুর্দান্ত ছিলো। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে সম্মান আদায় করে নিয়েছে, মান তৈরি করেছে। আমার মনে হয় তার আগামী অনেক লম্বা। অধিনায়কত্বের বিষয়টি বোর্ডের। তারা এই ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নেবে। অবশ্যই সে শক্ত প্রতিদ্বন্দ্বী।’

আগামীকাল মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম টেস্টে সিলেটের মাঠে ১৫০ রানের জয়ে ১-০ তে এগিয়ে আছেন শান্তরা।