১ রানে ৩ উইকেট তুলে নিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

১ রানে ৩ উইকেট তুলে নিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

দারুণ শুরু বাংলাদেশের। প্রথম দুই ওভারেই তিন-তিনবার এলো উদযাপনের উপলক্ষ। শুরুটা করেন শেখ মেহেদী। বাকি কাজটা সারেন শরিফুল। টানা দুই বলে জোড়া উইকেট নিয়ে জাগিয়ে তুলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

নেপিয়ারের বুকে কাঁপন তোলা সুইং সহায়ক মাটিতে যেন বাজি খেললেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই বল তুলে দিলেন স্পিনার শেখ মেহেদীর হাতে। বাজি ফলে গেলো, ভরসা রাখেন মেহেদী। চতুর্থ বলেই ভেঙে দেন টিম সেইফার্টের উইকেট। ০ রানেই ফেরেন সেইফার্ট।

পরের ওভারে শান্ত বোলিংয়ে আনেন শরিফুল ইসলামকে। উইকেট নিতে তর যেন সইছিল না তার। দ্বিতীয় বলেই ফেরান ফিন এলেনকে, ১ রান করে উইকেটের পেছনে সৌম্যকে ক্যাচ দেন তিনি। পরের বলেই গোল্ডেন ডাক উপহার দেন গ্লেন ফিলিপসকে।

ফিলিপসকে ০ রানে ফিরিয়ে শরিফুল কাঁপিয়ে দেন কিউই দূর্গ। ৮ বলে মাত্র ১ রানে ৩ উইকেট নেই তখন নিউজিল্যান্ডের। জোড়া উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুললেও তা আর হয়নি।

২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ রান।