দিনের শুরুতেই লঙ্কা দূর্গে আঘাত বাংলাদেশের

দিনের শুরুতেই লঙ্কা দূর্গে আঘাত বাংলাদেশের

শ্রীলঙ্কা দূর্গে দিনের শুরুতেই আঘাত হানলো বাংলাদেশ। তুলে নিয়েছে ষষ্ঠ উইকেট। আগের দিনে নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্ব ফার্নান্দোকে ফিরিয়েছেন খালেদ আহমেদ। ৪ রানেই শেষ হয়েছে তার ইনিংস।

৫ উইকেটে ১১৯ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। শনিবার বিশ্ব ফার্নান্দোর সাথে মাঠে আসেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। কামিন্দু মেন্ডিসকে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

এই মুহূর্তে শ্রীলঙ্কার সংগ্রহ ৪২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২২৭ রানে। ধনঞ্জয়া ব্যাট করছেন ৩৪ রানে। কামিন্দু ব্যাট করছেন ৩ রানে।

এর আগে শুক্রবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬৮ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা, স্কোরবোর্ডে তুলে ২৮০ রান। শতক হাঁকান কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা।

জবাব দিতে নেমে আশানুরূপ লড়াই করতে পারেনি বাংলাদেশ। নিজেদের ইনিংস শেষ হয় ১৮৮ রানে। কেউ পারেননি পঞ্চাশে পৌঁছাতেও। ৯২ রানের লিড পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাড়িয়ে চলছে সেই লিড।