'মনে হয়েছে তারা খেলতে চায় না,' শান্ত-লিটনদের নিয়ে ক্ষোভ পাপনের

'মনে হয়েছে তারা খেলতে চায় না,' শান্ত-লিটনদের নিয়ে ক্ষোভ পাপনের

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের এমন বিপর্যয়ে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মনে হয়েছে ক্রিকেটাররা টেস্ট খেলতে চায় না।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, 'সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।'

তিনি আরও বলেন, ‘সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।’