চট্টগ্রাম টেস্ট ২য় দিন, ৪০০ পার শ্রীলঙ্কার

চট্টগ্রাম টেস্ট ২য় দিন, ৪০০ পার শ্রীলঙ্কার

টাইগার বোলারদের পাত্তাই দিচ্ছেন লঙ্কান ব্যাটাররা। ওয়ানডে মেজাজে বড় করছেন ইনিংস। হাঁকাচ্ছেন একের পর এক চার-ছক্কা। ধনঞ্জয়া ও কামিন্দুদের দাপুটে ব্যাটিংয়ে ইতোমধ্যে চারশ’র কোঠা পেরিয়েছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ১১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ শ্রীলঙ্কার।

দিনের প্রথম আঘাত সাকিবের

দিনেশ চান্দিমালকে ফিরিয়ে দ্বিতীয় দিনে প্রথম উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের করা ১০৬তম ওভারের ২য় বলে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন ১০৪ বলে ৫৯ রান করা চান্দিমাল। ৫ উইকেট হারিয়ে ৩৭৫ রান শ্রীলঙ্কার।

একে একে ৫ ব্যাটারের ফিফটি, বড় সংগ্রহের পথে লঙ্কানরা

চট্টগ্রামে বাংলাদেশি বোলারদের শাসন করছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। প্রথম ইনিংসে একে একে পাঁচ ব্যাটার হাঁকালেন ফিফটি। পঞ্চম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরির খাতায় নাম তুললেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

৭৩ বলে ৫১ রান নিয়ে ক্রিজে আছেন তিনি।
চান্দিমালের ফিফটি

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চতুর্থ ব্যাটার হিসেবে ফিফটি হাঁকালেন দিনেশ চান্দিমাল। ৮৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করলেন এই ব্যাটার। ফিফটির দ্বারপ্রান্তে রয়েছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও। ৬২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২* রান নিয়ে ক্রিজে আছেন তিনি। ১০০.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৮ রান শ্রীলঙ্কার।

ক্যাচ ফেলে দিন শুরু বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার চার উইকেট ফেলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে উইকেট নেয়ার সুযোগ পেয়েছিল টাইগাররা। তবে খালেদের করা ৯৬তম ওভারের পঞ্চম বলে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ ধরতে পারেননি স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজ।

৯৫.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৪ রান।