সালাহদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে রাশিয়া

সালাহদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে রাশিয়া

ঢাকা, ২০ জুন (জাস্ট নিউজ) : দলে ফিরেছিলেন মোহাম্মদ সালাহ৷ কিন্তু জয়ে ফিরল না মিসর৷ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হার স্বীকার করল নীল নদের দেশ৷ মিসরীয় ডিফেন্ডার আহমেদ ফাতির আত্মঘাতী গোলে ৪৭ মিনিটে এগিয়ে যায় রাশিয়া৷ এর ফলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠা প্রায় নিশ্চিত গেল স্বাগতিক রাশিয়া।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে মারিয়ো ফার্নান্ডেজের বাড়ানো বল থেকে মিসরের জালে বল জড়িয়ে দেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিস শেরিশভ৷ আরো ৩ মিনিট পর মিসরের জালে তৃতীয়বারের জন্য বল জড়িয়ে দেন রাশিয়ান ফরোয়ার্ড অর্টেম জিউবা৷

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচে সৌদি আরবকে ৫-০ হারিয়েছিল রাশিয়া৷ মিসরের সঙ্গে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় শেরশেসোভের দল৷ মিসর ম্যাচ জিততে না পারলেও দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ প্রথমবার বিশ্বকাপের আসরে অংশগ্রহণ করে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন৷

৭৩ মিনিটে মিসরের একমাত্র গোলটি করেন সালাহ৷ পেনাল্টি থেকে গোল করেন ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোল স্কোরার৷ দলের একমাত্র গোলটি তার পা থেকে এলেও দলকে সমতা ফিরিয়ে দিতে পারেননি সালাহ৷

বিশ্বকাপের আসরে কোনো আফ্রিকান দলের কাছ হার স্বীকার করেনি পুতিনের দেশ৷ মঙ্গলবারও আফ্রিকান দল মিসরের সঙ্গে অপরাজিত থাকল রাশিয়া৷ ১৯৮২ পর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল দলটি৷ এই জয়ে ১৯৮৬ পর গ্রুপ পর্ব পার হওয়ার আশা জাগালো দলটি৷ সৌদি আরবের কাছে উরুগুয়ে না হারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে রাশিয়ার৷ অন্য দিকে উরুগুয়ের কাছে ১-০ ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করা মিসরের বিশ্বকাপ-বিদায় প্রায় নিশ্চিত৷

(জাস্ট নিউজ/এমআই/০৬৪৮ঘ.)