আর্জেন্টিনার গোলবার রক্ষার দায়িত্বে আসছেন নতুন গোলরক্ষক

আর্জেন্টিনার গোলবার রক্ষার দায়িত্বে আসছেন নতুন গোলরক্ষক

ঢাকা, ২৩ জুন (জাস্ট নিউজ) : দেয়ালে পিঠ ঠেকে গেছে গতবারের রানার্স আপ আর্জেন্টিনার। ঘন কালো আষাড়ে মেঘের আড়ালে এক চিলতে রোদের আশা এখনো জেগে আছে। তাই শেষ সুযোগটুকু কাজে লাগাতে মরিয়া দলটি। এজন্য গতম্যাচে বাজে খেলার কারণে বাদ যাচ্ছেন কোচের পছন্দ কাবায়েরো। জায়গা পাচ্ছেন রিভার প্লেটের গোলবার রক্ষায় দারুণ ভূমিকা রাখা ফ্রাঙ্কো আরমানি।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দুইটা ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ‘ড্র’ ও দ্বিতীয় ম্যাচে বড় পরাজয় নিয়ে অস্বস্তিতে রয়েছে সাম্পাওলির দল। এখন শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে পারলে ও দুএকটি সহজ সমীকরণ মিলে গেলেই হয়তবা শেষ ষোলোতে যাওয়া হবে মেসিদের।

এদিকে দলের অন্তঃকলহ প্রকাশ্যে চলে এসেছে। কোচ সাম্পাওলির অধীনে শেষ ম্যাচটি খেলতে চাচ্ছেন না সিনিয়র খেলোয়াড়রা। এমনকি তারা পদত্যাগেরও হুমকি দিচ্ছেন বিশ্বকাপ শেষে। তবে দেশটির ফুটবল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এই ম্যাচের আগে সাম্পাওলিকে সরানো সম্ভব হবেনা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৩০ঘ.)