ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়ামের

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়ামের

ঢাকা, ১৪ জুলাই (জাস্ট নিউজ) : রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শুরুতে ইংল্যান্ডের জালে গোল দিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুই হলুদ কার্ড দেখায় সেমিফাইনালের ম্যাচে খেলতে পারেননি মিউনিয়ের। সেই তিনিই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে ফিরে ৫ মিনিটের মাথায় গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। তার ওই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।

ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়াটা বড় ধাক্কা হিসেবে এসেছে ইংল্যান্ডের কাছে। ওই ম্যাচে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড দল। তবে বেলজিয়াম দলে নেই তেমন কোন পরিবর্তন। শুরুর একাদশে নেই কেবল ফেলাইনি। এছাড়া ফিরিছেন মিউনিয়ের।

বেলজিয়ামের আক্রমণভাগে আছেন হ্যাজার্ড, লুকাকু, ব্রুইনিরা। আর ইংল্যান্ডের আক্রমণভাগ সামলাচ্ছেন হ্যারি কেন, ট্রিপার-রহিম স্টারলিংরা। সেমিফাইনালের ম্যাচে চোটের কারণে ইংল্যান্ড দলের ট্রিপার, ইয়ং এবং হ্যান্ডারসনের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। এদের মধ্যে ট্রিপার তৃতীয় নির্ধারণী ম্যাচে মাঠে আছেন।

তবে ইয়ং এবং হ্যান্ডারসন ইংল্যান্ডের শুরুর একাদশে থাকছেন না। চোটটাই তাদের জন্য কাল হয়েছে। তবে ভালো খেলতে না পারায় এ ম্যাচে ইংল্যান্ড দলে ডেল আলির থাকার সম্ভাবণা নেই। গোল্ডেন বুট জয়ের পথে এরই মধ্যে অনেকটা পথ এগিয়ে আছেন হ্যারি কেন। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভালো করলে লুকাকুর সামনেও আছে সেই সুযোগ। তবে হ্যারি কেন নিজের ছয় গোলটা বাড়িয়ে যাতে আরও এক ধাপ ওপরে উঠতে পারেন এজন্য ইংল্যান্ডের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ইংল্যান্ড একাদশ: পিকফোর্ড (গোলরক্ষক), মাগুয়েরো, জোনস, স্টোনস, ডায়ার, রোজ, ট্রিপার, ডেলফ, লফ্টাস চেক, রাহিম স্টারলিং, হ্যারি কেন।

বেলজিয়াম একাদশ: কোর্তোয়া, ভারটগহেন, কোম্পানি, আন্ডারউইল্ড, চাল্ডলি, উইটসেল, টেলিমার, মিউনিয়ের, হ্যাজার্ড, ডি ব্রুইনি, লুকাকু।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৪৬ঘ.)