দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বুধবার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বুধবার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

ঢাকা, ২৩ অক্টোবর (জাস্ট নিউজ) : এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে তাজিকিস্তান গেছে বাংলাদেশের মেয়েরা। আগামী কাল ২৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

ডি-গ্রুপের অন্য দুই ম্যাচে ২৬ অক্টোবর চাইনিজ তাইপে ও ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাছাইয়ে খেলা ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ যাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে চারটি দল ২০১৯ সালে থাইল্যান্ডে হতে যাওয়া মূলপর্বে খেলার সুযোগ পাবে। প্রথম রাউন্ডের বাধা পেরুতে গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় ২০০৪ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ও ২০০২ সালের রানার্সআপ চাইনেজ তাইপে পড়েছে বাংলাদেশের গ্রুপে। সঙ্গে রয়েছে স্বাগতিক তাজিকিস্তান।

তবে শক্তিশালী এই দলগুলোকে মোকাবেলার জন্য মেয়েরা প্রস্তুত বলে জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

(জাস্ট নিউজ/এমজে/১৭৩৫ঘ.)