যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২৩৪১ জনের, আক্রান্ত ৩০ হাজার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২৩৪১ জনের, আক্রান্ত ৩০ হাজার

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র । যতই দিন যাচ্ছে আক্রান্ত ও মৃতুতে দেশটিতে করোনা পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। থামছেই না মৃত্যুর মিছিল। এরই মধ্যে (বৃহস্পতিবার ভোর সোয়া ৬টা পর্যন্ত) দেশটিতে করোনা ভাইরাসে আকান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৮ হাজার ৭১৭ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৭৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪১ জন।

এছাড়াও দেশটিতে আরও ১৪ হাজার ১৬ জন মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা নিউইয়র্কের। ওই রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা ৬৬১ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

এমজে/