দেহে জীবাণুনাশক ইনজেক্ট

করোনা নিয়ে কৌতুক করেছেন ট্রাম্প!

করোনা নিয়ে কৌতুক করেছেন ট্রাম্প!

বেফাঁস মন্তব্য বা টুইট ঝড়-কোনোটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন কোনো কিছু নয়। সর্বশেষ করোনা তাড়াতে জীবাণুনাশক ইনজেক্ট নিয়ে যে ঢিল ছুঁড়েছেন তা এখন বিশ্বব্যাপী রসের খোড়াক! তবে নিজের এমন মন্তব্য করার কারণ নিয়ে একটা সাফাই গেয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউজ ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আপনাদের মতো রিপোর্টারদের কাছে মজা করে একটা প্রশ্ন করেছিলাম, দেখতে চেয়েছিলাম কী হয়।’

ট্রাম্প যখন মজা করে কথা বলছেন তার দশ দিনেই যুক্তরাষ্ট্রে করোনায় ‍মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। করোনাকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

আর হোয়াইট হাউজের প্রাত্যহিক ব্রিফিংয়ে উল্টোপাল্টা মন্তব্য করে প্রায় সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট করোনা চিকিৎসায় গবেষকদের সামনে উদ্ভট প্রস্তাব রাখেন, ‘আচ্ছা, শরীরে জীবাণুনাশক প্রবেশ করিয়ে ফুসফুস পরিষ্কার করা যায় না? কিংবা তীব্র আলো ঢুকিয়ে করোনা তাড়ানো যায় কিনা দেখতে পারেন।’

এই মন্তব্যের পর চিকিৎসকদের একাংশ জানান, ‘আমরা তো জানি, মানুষ আত্মহত্যা করতে গেলেই এমনটা ভাবে।’

ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে অনেকেই হয়তো এমন চিকিৎসা নিতে পারেন, এমন আশঙ্কা উড়িয়ে দেয়নি কেউ কেউ। তাই মানুষকে সতর্ক করেছে লাইজল ও ডেটলের নির্মাতা রেকিট বেনকিস্টার কোম্পানি, ‘কোনো অবস্থাতেই (পান করে, ইঞ্জেকশন দিয়ে) আমাদের জীবাণুনাশক যেন কেউ শরীরে ঢোকানোর চেষ্টা না করে।’