লকডাউন না তুলতে বিশ্বকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

লকডাউন না তুলতে বিশ্বকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

করোনা আক্রান্ত দেশগুলোকে লকডাউন তুলে নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করতে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর লকডাউন তুললেও দেশগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে নতুন করে ভাইরাস না ছড়ায়।

সুইজারল্যান্ডের জেনেভায় দেয়া নিয়মিত ব্রিফিংয়ে তিনি স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন যাতে বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়। করোনা আক্রান্ত দেশগুলোকে করোনার সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপে আরো সতর্ক হতে হবে বলেও জানান সংস্থাটির প্রধান।

এছাড়া, লকডাউন তুলে নিলে বা শিথিল করলে ভাইরাস ফিরে আসার প্রবণতা রয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে বিশ্বনেতাদের সতর্ক করা হয়।

এরই মধ্যে ইতালি, স্পেন ও জার্মানির লকডাউন শিথিল করা হয়েছে। এমনকি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রও লকডাউন শিথিল করায় ভবিষ্যতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।

এমজে/