বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ৯৫ লাখের বেশি মানুষ

বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ৯৫ লাখের বেশি মানুষ

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় ১ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৬০ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ এক হাজার ৭২১ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ২২৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসজনিত রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, ব্রাজিলে ৩৩ লাখ ৫৫ হাজার ৫৬৪, ভারতে ৩৩ লাখ ২১ হাজার ৪২০, রাশিয়ায় আট লাখ ৪৩ হাজার ২৭৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৫৬ হাজার ৫৫৫, পেরুতে পাঁচ লাখ ২২ হাজার ২৫১ জন।

কলোম্বিয়ায় পাঁচ লাখ ২৯ হাজার ২৮৯ জন, মেক্সিকোতে চার লাখ ৪৬ হাজার ৭১৫, চিলিতে তিন লাখ ৯৫ হাজার ৭১৭, ইরানে তিন লাখ ৩৫ হাজার ৫৭২, সৌদি আরবে দুই লাখ ৯৭ হাজার ৬২৩, পাকিস্তানে দুই লাখ ৮৬ হাজার ১৬, তুরস্কে দুই লাখ ৫২ হাজার ১৫২, জার্মানিতে দুই লাখ ২৭ হাজার জন সুস্থ হয়েছেন।

ইতালিতে সুস্থ হয়েছেন দুই লাখ ১০ হাজার ২৩৮ জন, কাতারে এক লাখ ১৭ হাজার ২৪১, কানাডায় এক লাখ ১৬ হাজার ৪৫৯, ফ্রান্সে ৮৭ হাজার ৮৩৬ জন, ওমানে ৮২ হাজার ৮০৫ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৩৫ জন।

এ ছাড়া বাংলাদেশে দুই লাখ ২৪ হাজার ৫৭৩ জন, কুয়েতে ৮১ হাজার ৩৭, সংযুক্ত আরব আমিরাতে ৬৬ হাজার ৫৩৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৪০৮, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ৬৩৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৬০৪ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১২৪ জন সুস্থ হয়ে উঠেছে।

এমজে/