ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো আর নেই

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো আর নেই

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো তৃতীয় (৬১) মারা গেছেন। বৃহস্পতিবার তাকে রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তিনি ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। বেনিগনো আকুইনো নিয়োজিত সুপ্রিম কোর্টের বিচারক মারভিক লিওনেন এক বিবৃতিতে বলেছেন, আজ সকালে সাবেক প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো চিরবিদায় নিয়েছেন বলে জানতে পেরেছি। এতে আমি বেদনায় ভারাক্রান্ত। তার মতো ব্যক্তির সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের। তাকে খুব মিস করবো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

কি কারণে তিনি মারা গিয়েছেন তাৎক্ষণিকভাবে তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে আজ খুব সকালে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। তিনি ব্যাপকভাবে ননয় হিসেবে জনগণের কাছে পরিচিত ছিলেন। ২০০৯ সালে তার মা কোরাজন আকুইনোর মৃত্যুর পর তিনি ব্যাপক জনসমর্থন পান। এরপর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মা দেশটির প্রেসিডেন্ট ছিলেন ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত। বেনিগনো আকুইনোর পিতা বেনিগনো আকুইনো জুনিয়র ছিলেন একজন সিনেটর। তিনি শাসক ফার্দিনান্দ মারকোসের  ঘোর বিরোধী ছিলেন। তিনি রাজনৈতিক কারণে নির্বাসনে ছিলেন। সেখান থেকে ১৯৮৩ সালে দেশে ফেরার পরই তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে পুরো দেশে শোক নেমে আসে। এতে ১৯৮৬ সালে পিপল পাওয়ার বিপ্লবের ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ফার্দিনান্দ মারকোস। এরপরই কোরাজন আকুইনো ক্ষমতায় আসেন।

তার ছেলে বেনিগনো আকুইনোর মৃত্যুতে আজ বৃহস্পতিবার রাজধানী ম্যানিলায় সিনেট ভবনে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।