বাইডেন ‘শিকারি নেকড়ে’: খামেনি

বাইডেন ‘শিকারি নেকড়ে’: খামেনি

ডোনাল্ড ট্রাম্প আর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে কোনও পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ভিয়েনা সফরে যাওয়ার আগে বাইডেনকে ‘শিকারি নেকড়ে’ অ্যাখা দেন তিনি।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা খামেনির কাছে প্রশ্ন রাখেন। সোজা কথায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র হলো নেকড়ে, মাঝে মধ্যে শেয়ালের ভূমিকা রাখে। এর অন্যতম উদাহরণ হলো, আফগানিস্তানের বর্তমান চিত্র’।

গত শুক্রবার আফগানের রাজধানী কাবুল বিমানবন্দরের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি এদিন গভীর শোক প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্যই এমন ঘটনা ঘটেছে মনে করেন তিনি।

খামেনি দাবি করেন, আফগানিস্তানের অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র গত ২০ বছরে একটি পদক্ষেপও নেয়নি।

গত ১৫ আগস্ট আশরাফ গণি সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে সশস্ত্র তালেবান গোষ্ঠী। এরপরই দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠেছে মার্কিন সেনারা। তালেবানের শর্ত অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে মার্কিন বাহিনীকে।