যুদ্ধ এড়াতে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখ শরণার্থী

যুদ্ধ এড়াতে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখ শরণার্থী

রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট যুদ্ধ এড়াতে ১২ লাখ শরণার্থী ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়, যুদ্ধের কারণে মোট ১২ লাখ নয় হাজার নয় শ’ ৭৬ শরণার্থী ইউক্রেন ছেড়েছেন।

এর মধ্যে অর্ধেকের বেশি, ছয় লাখ ৪৯ হাজার নয় শ’ তিনজন প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। এছাড়া এক লাখ ৪৪ হাজার সাত শ’ ৩৮ জন হাঙ্গেরি, এক লাখ তিন হাজার দুই শ’ ৫৪ জন মলদোভা, ৯০ হাজার তিন শ’ ২৯ জন স্লোভাকিয়া, ৫৭ হাজার এক শ’ ৯২ জন রোমানিয়া, ৫৩ হাজার তিন শ’ জন রাশিয়ায় ও ৩৮৪ জন বেলারুশে আশ্রয় নিয়েছেন।

ইউএনএইচসিআর শঙ্কা জানায়, যুদ্ধের কারণে ৪০ লাখ ইউক্রেনীয় শরণার্থীতে পরিণত হতে পারে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : ইয়াহু নিউজ