ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে ব্যাপক গোলাবর্ষণ

ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে ব্যাপক গোলাবর্ষণ

ইউক্রেনের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর চেরনিহিভ দখলের জন্য চেষ্টা করছে রাশিয়া। এ কারণে ইউক্রেনের ওই শহরে ভয়ঙ্কর গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী। শনিবারও রাশিয়া নতুন করে এ শহরে গোলাবর্ষণ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৮৮ মাইল (১৪৩ কি.মি.) দূরে অবস্থিত এ চেরনিহিভ শহর। ইউক্রেনের উত্তরাঞ্চলের এ শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ইউক্রেনের চেরনিহিভ শহর দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী। শুক্রবার ও শনিবার ওই শহরে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। রাতের দিকে ইউক্রেনের ওই চেরনিহিভ শহরের আকাশ ব্যাপক গোলাবর্ষণের কারণে প্রায়ই আলোকিত হয়ে উঠছিল। শনিবারও রাশিয়ান বাহিনী নতুন করে এ শহরে গোলাবর্ষণ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

এর আগের দিনের রুশ হামলায় চেরনিহিভ শহরের অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের চেরনিহিভ শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণে এখানকার ৪৭ ব্যক্তি নিহত হয়েছেন। সূত্র : আল-জাজিরা