ল্যাভরভ-ব্লিঙ্কেন বৈঠক, যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বিষয়ে আলোচনা

ল্যাভরভ-ব্লিঙ্কেন বৈঠক, যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বিষয়ে আলোচনা

ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতে পুতিনের ঘোষণার পর প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর সিএনএনের।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছিলেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্লিঙ্কেনের সফরসঙ্গীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তারা প্রায় ১০ মিনিট কথা বলেছেন। এ সময় রাশিয়াকে নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ব্লিঙ্কেন।

একই সঙ্গে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন চলমান থাকবে বলেও ল্যাভরভকে সাফ জানিয়ে দেন তিনি।

সিএনএন আরও জানায়, দুজনের বৈঠকটি ছিল অনির্ধারিত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীই ল্যাভরভের সঙ্গে আলোচনায় এগিয়ে যান।

তবে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ জোগাচ্ছেন পশ্চিমারা।