লন্ডনে শেখ হাসিনা, বিএনপির বিক্ষোভ

লন্ডনে শেখ হাসিনা, বিএনপির বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

 

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিমানবন্দরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপির চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে ’ফ্রি খালেদা জিয়া বেনার ফেসটুন প্রদর্শন করে। বিএনপি নেতৃবৃন্দ বলেছেন যেখানে শেখ হাসিনা সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শন করবে।

এর কারন হিসেবে তারা বলছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়া মুক্তি, তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির সকল স্থরের নেতাকর্মীদের নামে দায়ের কৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে এই বিক্ষোভ। তবে তারা বলছেন শেখ হাসিনা যদি হাসপাতালে ভর্তিহন তবে মানবিক দিক বিবেচনায় বিক্ষোভ দেখাবেনা।

এমজে/