মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ফাইল ছবি

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৯টার পর থেকে মিরপুরের কালশী সড়ক ও সাভারের হেমায়েতপুরে পোশাক শ্রমিকরা অবস্থান নিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল থেকে পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একবার সরে গেলেও শ্রমিকরা আবার সড়কে অবস্থান নেন।

গত শনিবার থেকে বকেয়া বেতন ও মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে শ্রমিকরা। তাদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো অনুযায়ী ৫১ শতাংশ বেতন বৃদ্ধি শুধু ৭ম গ্রেডের ক্ষেত্রেই দিচ্ছে মালিকরা। সমান বেতন দেওয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না অভিজ্ঞতা ও দক্ষতাকে।

এর ধারাবিহকতায় গত কয়েকদিন থেকে বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বিক্ষোভের সময় বাস ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এমআই