আইনের শাসন সূচকে ১১২তম বাংলাদেশ

আইনের শাসন সূচকে ১১২তম বাংলাদেশ

বৈশ্বিক আইনের শাসন সূচকে ১২৬ দেশের মধ্যে ১১২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘আইনের শাসন সূচক-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর : ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় নেপাল, শ্রীলংকা ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। পেছনে রয়েছে পাকিস্তান। সংস্থাটির ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম। ১২৬ দেশের এক লাখ ২০ হাজার খানায় জরিপ ও তিন হাজার ৮০০ বিশেষজ্ঞের মতামত নিয়ে ডব্লিউজেপি এ সূচক ও প্রতিবেদনটি তৈরি করেছে। সংস্থাটি যে ৮ বিষয় সামনে রেখে আইনের শাসনের সূচক তৈরি করেছে সেগুলো হলো-সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ম ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচার। সূচকে শীর্ষ অবস্থানে থাকা তিনটি দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড। তলানিতে থাকা দেশগুলো হলো কঙ্গো, কম্বোডিয়া ও ভেনিজুয়েলা।

এমজে/