কমছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

কমছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

তীব্র তাপদাহের পর শনিবার ভোর থেকে দেশব্যাপী তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আপাতত গরম আর বাড়বে না। শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গতকাল ঢাকা, মাদারীপুর, বাগেরহাট, নোয়াখালী, ফেনী, রাজশাহী, যশোর, পটুয়াখালী ও সিলেট বিভাগের সব জেলায় মৃদু তাপদাহ বয়ে যায়। তবে শনিবার থেকে আপাতত এ তাপদাহ আর বাড়বে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ এখন ভারতের উড়িষ্যা উপকূলের দিকে। নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকাজুড়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকাসহ নৌযানগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দেশের বেশিরভাগ এলাকায় শনিবার কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা বলছেন, একই সঙ্গে থেমে থেমে বৃষ্টি ও শিলাও পড়তে পারে।

এমজে/