বিমানে চার্জার লাইটে মিলল ২৪ সোনার বার, চীনা নাগরিক আটক

বিমানে চার্জার লাইটে মিলল ২৪ সোনার বার, চীনা নাগরিক আটক

দুবাইফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৪ সোনার বারসহ এক চীনা নাগরিককে আটক করেছে কাস্টমস পুলিশ। বুধবার সকাল ৭টা ১০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন।

আটক চীনা নাগরিকের নাম ফ্যান রুংগুই। তিনি চার্জার লাইটে করে সোনার বারগুলো নিয়ে আসেন। তাকে পতেঙ্গা থানা ‍পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন জানান, আটক চীনা নাগরিক ২০১৮-১৯ সালে ৪৩ বার বাংলাদেশে যাওয়া-আসা করেছেন। তার পাসপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

তিনি জানান, আটক ফ্যান রুইগুই এ দেশে কার কাছে এসেছেন কিংবা কোনো ব্যবসার সঙ্গে জড়িত কিনা, তার গন্তব্য কোথায়- কোনো তথ্যই দিচ্ছেন না।

জানা গেছে, চীনা নাগরিকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস পুলিশ। পরে তার সঙ্গে থাকা লাগেজ চেক করে। সেখানে চার্জার লাইটের ভেতর ২৪টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

এমজে/