মানবপাচার মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

মানবপাচার মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

মানবপাচার মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বুধবার সকাল পৌনে ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তিন দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রবার্ট মিলার বলেন, ‘মানবপাচার মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র সরকার। একই সঙ্গে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে পাচার হওয়া থেকে বেঁচে যাওয়া মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরো বলেন, ‘আমরা সিলেট অঞ্চলে মানবপাচার বিরোধী কার্যক্রম এবং অবৈধ ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে গেল গ্রীষ্মে জেলা প্রশাসকের কার্যালয়ের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। মুনাফার লোভে অসহায় মানুষদের ওপর শোষণ বন্ধ করতে করণীয় বিষয়গুলো নিয়ে আমি ও বিভাগীয় কমিশনার আলোচনা করেছি। এর মধ্যে ছিল ফৌজদারি আদালতে পাচারকারীদের বিচারসহ বিভিন্ন বিষয়।’

এ ছাড়া শেভরনের মতো করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, রাতারগুলের মতো বিশেষ জায়গাগুলো সংরক্ষণ করা এবং সেখানে কর্মসংস্থানের ব্যাবস্থা করে মানবপাচার রোধ করা সম্ভব বলেও মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।