দেশব্যাপী যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

দেশব্যাপী যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসে ও চরমোনাই পীর সাহেবের মাহফিলের কথা বিবেচনা করে দেশব্যাপী শুরু হওয়া যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। কিন্তু, মালবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলবে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ওমর ফারুক কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বরিশালে চরমোনাই পীরের মাহফিলে অংশ গ্রহণে সুবিধা এবং শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। যাত্রীবাহী নৌযান চলাচল করবে, তবে মালবাহী নৌযানে কর্মবিরতি চলবে।’

এর আগে খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

এদের সঙ্গে চারটি সংগঠন রয়েছে। এগুলো, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন।