নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

র্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শনিবার দিনভর যাত্রীদের ভোগান্তির পর দাবি পূরণের আশ্বাসে মধ্যরাতে এ ঘোষণা দেয় সংগঠনটি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শনিবার রাতে শ্রম অধিদপ্তরে নৌযান শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।’

শ্রমিকদের নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গত শুক্রবার রাত ১২ টা ১মিনিট থেকে শুরু হয় ধর্মঘট। এতে বন্ধ থাকে দক্ষিণ জনপদের জেলাগুলোর লঞ্চ চলাচল। ব্যাহত হয় মোংলা ও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা।

এই প্রেক্ষাপটে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বিকাল ৩টা থেকে শ্রম ভবনে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।

মিজানুর জানিয়েছেন, শ্রমিক নেতারা তাদের ধর্মঘট প্রত্যাহারের কথা বলেছেন। সকালে নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়া হবে।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একে এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, মালিক প্রতিনিধিসহ অন্যান্য শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমজে/